বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর দাবিতে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের মানববন্ধন!

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেয়া, বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু করা, স্বাধীনতা দিবস উদযাপনে বাঁধাদানকারী বুয়েট শিক্ষার্থীদের বিচারের আওতায় আনা এবং বুয়েট সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মৌলবাদী-জঙ্গীবাদী তৎপরতার মূলোৎপাটন করার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কতৃর্ক ঘোষিত কর্মসুচি পালনের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ।
আজ ২ এপ্রিল মঙ্গলবার ঠাকুরগাঁও সরকারী কলেজে ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন পালন করা হয়।
ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাহিদ আলম নিউমুন, সুমন পারভেজ, নাঈম ইসলাম, প্রিন্স মাহমুদ, ইশা বিন আলী, মাজেদ রহমান, সাকিবুল ইসলাম সাকিব, তারেক রহমান, সৌপ্তিক ঘোষসহ কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে বুয়েটকে মৌলবাদী গোষ্ঠির কালোছায়া থেকে মুক্ত করে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু করা এবং বুয়েটকে সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গীবাদী গোষ্ঠি থেকে মুক্ত করার জোর দাবি জানান।
ডেস্ক/বিডি
  • ছাত্ররাজনীতি চালুর দাবি
  • ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের মানববন্ধন
  •    

    কপি করলে খবর আছে