তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ঠাকুরগাঁওসহ সারা দেশের জনজীবন। অসহনীয় তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টি জন্য কামনা করে সালাতুল ইস্তিস্কার নামাজ ও দোয়া আদায় করা হয়েছে।
আজ শনিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে জেলা সন্মিলিত ইমাম ওলামা পরিষদের আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয়৷
নামাজে সকল শ্রেণীপেশার কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি ও খুতবা প্রদান করেন জেলা কারাগারের ইমাম মৌলানা খলিলুল্লাহ।
মৌলানা খলিলুল্লাহ জানান, চলতি মৌসুমে এপর্যন্ত বৃষ্টির দেখা নেই, দিন দিন বাড়ছে গরমের মাত্রা । এঅবস্থায় শিক্ষার্থী, ব্যাবসায়ী ও দৈনন্দিন খেটে সাধারণ খাওয়া মানুষ সহ চরম ভোগান্তিতে পড়েছেন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। এমন পরিস্থিতি থেকে বাঁচতে পরম করুণাময়ের কাছে বৃষ্টির জন্য নামাজ আদায় ও এই প্রার্থনা করা হয়েছে।
ডেস্ক/বিডি
কপি করলে খবর আছে