বেদনায় শক্তি ১৫ই আগষ্ট

লেখক: বাংলা২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

◊ বেদনায় শক্তি ১৫ই আগষ্ট ◊

– মোঃ জামান

গভীর রাত নিঃশব্দ সুনসান চারদিক !!
হঠাৎ এক শব্দে পাখিরা কান্নায় ছুটছে এদিক সেদিক !!
কি হল ধানমন্ডির সেই ঐতিহাসিক ৩২ নং বাড়িতে !!

বহু ঘন্টা পরে মানুষ পারিল জানিতে !!
নির্মম নিষ্ঠুর বর্বরতা কিছু ফেরাউন সেনা গুলি ছুড়েছে..
বঙ্গবন্ধুর বুকেতে !!

চমকে উঠিল বাঙালি, উঠিল চমকে বিশ্ব !!
ওহে ফেরাউনের দল..…
বাঙালিকে করিলে তোমরা নিঃস্ব !!

মরেনি বঙ্গবন্ধু হয়েছে শহীদ, বেঁচে আছে বাঙালির বুকে !!
তাই তো জয় বাংলার শ্লোগান আজও বাঙালির মুখে মুখে !!
বঙ্গবন্ধুর সেনারা যতদিন রবে এই বাংলার মাটিতে !!
শোক হবে শক্তি, ছুটে চলবে দূর্বার গতিতে… !!

শত্রুরা সাবধান, আর বেশী দিওনা হুংকার !!
জেগেছে বাঙালি মুজিব সেনারা,
জয় হবে হবেই বারবার… !!

ডেস্ক/বিডি/জামান

  • স্বরচিত কবিতা
  •    

    কপি করলে খবর আছে