পঞ্চগড়ের বোদা উপজেলায় আউলিয়াঘাটে নৌকাডুবি ঘটনায় শিশুসহ ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। চলছে উদ্ধারকাজ।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন ।
নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। স্থানীয়রা জানান, বেলা আড়াইটার দিকে নৌকাটি ওভারলোড হওয়ার কারণে সেটি ডুবে যায়। নিহতদের বেশিরভাগই শিশু।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কপি করলে খবর আছে