মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঠাকুুরগাঁও পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. আকবর হোসেন আর নেই (ইন্নালিল্লাহে —রাজিউন)।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর।
এর আগে সোমবার দুপুরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঠাকুুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। পরে তাঁকে রেফার্ড করা হয় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এ পৌর চেয়ারম্যান।
১৯৯৮ সালে তিনি ঠাকুরগাঁও পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। দক্ষতা ও সততার কারণে পেয়েছিলেন দেশসেরা পুরস্কার। জেলায় বেশ সক্রিয়ভাবে জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে।ব্যক্তি জীবনকে বিয়ে করেননি আকবর হোসেন।
বিডি/ডেস্ক