যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই -টিটো

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

বর্তমান প্রজন্মসহ যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজ যখন খেলাধুলার মাঝে থাকবে তখন বিপথগামী হবে না, মাদকাসক্ত হবে না, কোনো অন্যায় কাজে জড়াবে না-কাজেই এই যুবসমাজকে বিপদগামীর হাত থেকে রক্ষা করতে হলে আমাদের বেশি বেশি খেলাধুলার চর্চা করতে হবে, খেলাধুলার আয়োজন করতে হবে বলে জানান ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো।
ঠাকুরগাঁও সুগার মিলস্ জেনারেল ক্লাবের আয়োজনে শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে সুগার মিলস্ কলোনী মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাবান্ধব সরকার।খেলাধুলার উন্নয়নে যেখানে যা প্রয়োজন তা দিয়ে চলেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় বিশ্বের বুকে বাংলাদেশ আজ এক রোল মডেল।
এসময় অন্যদের মধ্যে জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম গোলাম ফারুক রুবেল, আ’লীগ নেতা অশোক কুমার দাস, ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত উলুব্বী, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজক কমিটির সাঃ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
খেলায় বগুড়া দলকে টাইবেকার পরাজিত করে নীলফামারী দল।
আয়োজক কমিটির সাঃ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, টুর্ণামেন্টে সাত জেলার ৮টি টিম অংশ নেয়, আগামী ৭ নভেম্বর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খেলা উপভোগ করতে আসা দর্শনার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
বিডি/ডেস্ক
  • যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই
  •    

    কপি করলে খবর আছে