রাণীশংকৈলে ইয়াবা সহ মাদক কারবারি আটক

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০০ পিস ইয়াবা সহ মোঃ আশরাফুল ইসলাম কালু (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে উপজেলার রাউতনগর মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে মাদক সহ আটক হন তিনি। পরে তাকে গ্রেফতার দেখিয়ে রাণীশংকৈল থানায় মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে থানা হেফাজতে প্রদান করা হয়।

আটক মাদক কারবারি আশরাফুল ইসলাম ওই এলাকার মো: গাজির উদ্দিন গাজু’র ছেলে।

২০০ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ।

তিনি জানান, গোপন সংবাদে অবগত হয়ে রাণীশংকৈল উপজেলার রাউতনগর মিশনপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় আটক মাদক কারবারির বাড়ী তল্লাশীকালে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আসামীকে গ্রেফতার দেখিয়ে রাণীশংকৈল থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক আসামীকে থানা হেফাজতে প্রদান করা হয়।

ডেস্ক/বিডি

  • মাদক কারবারি আটক
  •    

    কপি করলে খবর আছে