রাণীশংকৈলে পুলিশের হাতে ইয়াবাসহ ৪জন আটক হলেও গ্রেপ্তার দেখানো হলো একজনকে !

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে গত রবিবার (২৮ আগস্ট) রাতে ১০পিচ ইয়াবাসহ আশরাফুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিসহ ৪জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আটক আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত খইরুল ইসলামের ছেলে।
অভিযানকালে সরেজমিনে দেখা যায়, রাণীশংকৈল থানার এস আই এরশাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই রাতে ঘটনাস্থল থেকে মাদক কারবারি আশরাফুল দম্পতিসহ একই গাড়িতে থাকা ৪ জনকে হাতেনাতে আটক করে।
এসময় পুলিশ আশরাফুলের সাথে থাকা ১০পিচ ইয়াবাসহ একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৪-৪১৫২) জব্দ করেন।
তবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত গাড়ির ড্রাইভার সহ গ্রেপ্তার ২জন মহিলাকে রাত সাড়ে তিনটার সময় থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল জানান, আশরাফুলকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার দেখানো হয়েছে। তবে তাদের সঙ্গীয়দের কাছে মাদক না পাওয়ায় ড্রাইভার ও মহিলাদের ছেড়ে দেওয়া হয়েছে। আটক আশরাফুলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং সোমবার (২৯ আগস্ট) আসামিকে  আদালতের মাধ্যমে জেলা কারাগার পাঠানো হয়েছে।
বিডি/আকাশ
  • ইয়াবাসহ ৪জন আটক
  •    

    কপি করলে খবর আছে