রাণীশংকৈলে ফেন্সিডিলসহ এক সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার ! 

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আট বোতল ফেন্সিডিল সহ এক ইউপি সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক শুকুর আলী (সাবেক ইউপি সদস্য)  উপজেলার হোসেনগাও ইউনিয়নের আ.লীগের ওর্য়াড সহ-সভাপতি। বুধবার বিকালে উপজেলার হাড়িয়া নিয়াপাড়া গ্রামে ফেন্সিডিল সহ হাতেনাতে তাকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রাণীশংকৈল থানাপুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নিয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র শকুর আলীকে ৮ বোতল ফেন্ডিডিলসহ গ্রেফতার করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ।
এ প্রসঙ্গে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল জানান, মাদকসহ আটক করে এক সাবেক ইউপি সদস্যকে থানা হাজতে রাখা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
বিডি/আকাশ
     

কপি করলে খবর আছে