রাণীশংকৈলে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

লেখক: রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ৮ মাস আগে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৬ বোতল ফেন্সিডিলসহ মোঃ আকতার ইসলাম (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে রাণীশংকৈল উপজেলার প্রয়াগপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি আকতার ইসলাম উপজেলার প্রয়াগপুর গ্রামের মো: সাইফুদ্দিন এর ছেলে।

আরও পড়ুন: বিয়ের গয়না বিক্রির টাকায় দুই গরু কিনে কোটিপতি জেসমিন 

সত্যতা নিশ্চিত করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাণীশংকৈল উপজেলার প্রয়াগপুর গ্রামে অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মাদক কারবারি আকতারের বাসা তল্লাশী চালালে ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ তাকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে আসামীকে রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

ডেস্ক/বিডি

  • ফেন্সিডিল
  • মাদক কারবারি আটক
  •