রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের অংশগ্রহনে বুধবার সকালে পৌরশহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে এ টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে এসময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ  সভাপতি অধ্যক্ষ সইদুল হক, উপজেলা সহকারী কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রাহিমউদ্দিন।
এছাড়াও এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মঞ্জুরুল আলমসহ সামাজিক- রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী  দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কাশিপুর ইউনিয়নকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে পৌরসভার দল জয়লাভ করেন।
বিডি/হুমায়ুন
  • ফুটবল টুর্ণামেন্ট
  • বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ
  •    

    কপি করলে খবর আছে