রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর ওরফে আলম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর ওই গ্রামের আকতার আলীর ছেলে।
জানা গেছে, একই গ্রামের মুক্তার হোসেনের বৈদ্যুতিক মিটারটি আমগাছের সাথে বাঁধা ছিল। বুধবার সকালে গাছের কাছে যুবক আলম যাওয়া মাত্রই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয়রা জানায়, গতকাল সারাদিন বৃষ্টি হওয়াতে বৈদ্যুতিক তার গাছের সাথে লেগে থাকায় ভেজা গাছ বিদ্যুতায়িত হয়ে যায়। না বুঝে আলম বিদ্যুতায়িত গাছে হাত দিলে এ ঘটনা ঘটে।
থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উমরাডাঙ্গী এলাকায় পুলিশ তদন্তে যাচ্ছে। তদন্তের পরে বিষয়টি জানা যাবে।
বিডি/রফিকুল
  • বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  •    

    কপি করলে খবর আছে