ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ হিসাবে ট্রাই সাইকেল ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) বিকালে উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে এসব বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, স্বেচ্ছাসেবকলীগ নেতা খাদেমুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার লিটন ও মানিক প্রমুখ।
এসময় ৫ জন অসহায় পঙ্গুকে ৫ টি ট্রাইসাইকেল এবং ১০ প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
ডেস্ক/বিডি/হুমায়ুন
ট্রাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ