ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে স্ত্রী রাবেয়া (৩০)কে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পন করেছে স্বামী নাজমুল হুদা (৩৬)।
পারিবারিক কলহের জের ধরেই বুধবার ভোরে রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বামী নাজমুল হুদা ওই এলাকার মৃত ফজলুর রহমান মাস্টারের ছেলে বলে তথ্য পাওয়া যায়।
জানাযায়, বুধবার ভোর রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছুরি দিয়ে নাজমুল তার স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে চিৎকার চেঁচামেচি করে স্ত্রী রাবেয়া খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সকালে স্বামী নাজমুল হুদা হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি সহ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।পারিবারের লোকজন জানান, নাজমুল কিছুদিন ধরে বিকারগস্ত ভাবে চলাফেরা করতো।
আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে। আত্মসমর্পণকারী স্বামী নাজমুল হুদা আমাদের হেফাজতেই রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লাশ পোস্টমর্টেমের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
ডেস্ক/বিডি
কপি করলে খবর আছে