শেখ হাসিনার উন্নয়ন বার্তা তৃণমূলে পৌঁছে দিতে হরিপুরে উঠান বৈঠক

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

জাতির পিতা বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় উঠান বৈঠক শুরু করেছেন ঠাকুগাঁও-২ আসনের সংসদ সদস্য, সাতবারের নির্বাচিত এমপি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এর জেষ্ঠ্যপুত্র ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

শনিবার বিকালে উপজেলার আমগাঁও কামালপুর এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে মেট্রোরেল, উড়ালসড়ক, পদ্মাসেতুসহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে তিনি নৌকায় ভোট চেয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ উঠান বৈঠকের আয়োজন করে।

বৈঠকে সুজন বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান তিনি। আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা শেষে স্থানীয় তিনটি মসজিদে উন্নয়ন অর্থ বিতরণ করেন তিনি। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক প্রধান শিক্ষক উমাকান্ত ভৌমিকের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ূম পুষ্প, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, জেলা পরিষদ সদস্য আনিসুজ্জামান শান্তসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।

ডেস্ক/বিডি

  • শেখ হাসিনার উন্নয়ন বার্তা
  •    

    কপি করলে খবর আছে