শোকাবহ আগষ্টের ১ম দিনে ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষক লীগের শ্রদ্ধা

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

শোকাবহ আগষ্টের ১ম দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ঠাকুরগাঁও জেলা কৃষক লীগ।

সোমবার (১ আগষ্ট) বিকেলে জেলা কৃষক লীগের উদ্যোগে শহরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দরা।

শ্রদ্ধাঞ্জলী শেষে ১৫ আগষ্টে নিহত জাতির পিতাসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে দলীয় কার্যলয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি পবারুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মেদ চৌধুরী রিংকুসহ কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিডি/ডেস্ক

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষক লীগের শ্রদ্ধা
  •    

    কপি করলে খবর আছে