শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে যুবলীগের আলোচনা ও দোয়া মাহফিল

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগষ্টের সকল শহিদদের ৪৮তম শাহাদৎ বার্ষিকি পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ আগষ্ট বিকেলে ঠাকুরগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগ এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: সাগর রানা’র সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল। গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অন্যতম সদস্য দেবাশীষ দত্ত সমীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ লিটন, পৌর যুবলীগের আহ্বায়ক আমির হোসেন খান রুবেল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক সহ অন্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
  • আলোচনা ও দোয়া মাহফিল
  •    

    কপি করলে খবর আছে