সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে বিরোধের জেরে চলা সংঘর্ষের মধ্যে দেশটিতে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘সম্প্রতি, সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে যার ফলে হতাহতের ঘটনা ঘটছে এবং খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহে ব্যাঘাত ঘটছে। খার্তুম বিমানবন্দরসহ খার্তুম শহর এবং দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। তাই আমাদের নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়।’
‘এ কারণে সকল বাংলাদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হচ্ছে। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এই পরামর্শটি অবগত করা হল। দূতাবাস এ ব্যাপারে সুদানে বসবাসরত বাংলাদেশিদের পরামর্শ প্রদান করেছে।’
আরও পড়ুন : দিনাজপুরে মোটরসাইকেলে ঘুরতে বেড়িয়ে না ফেরার দেশে ভাই; হাসপাতালে চিকিৎসাধীন বোন!
ক্ষমতার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সুদানের সেনাবাহিনী এবং প্যারা-মিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে এক সপ্তাহ ধরে সংঘাত চলছে। এই সংঘাতের একপক্ষে রয়েছেন সুদানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান, যিনিই কার্যত দেশটির নেতা এবং অন্যপক্ষে রয়েছে আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগালু । এই সংঘাতের কেন্দ্রস্থল হয়ে উঠেছে রাজধানী খার্তুম। চলমান সংঘাতে দেশটির চার শতাধিক মানুষ নিহতের খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
৫০ লাখ মানুষের শহর খার্তুমে খাদ্য, পানি এবং বিদ্যুৎ সরবরাহে সংকট দেখা দিয়েছে। বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাজধানী ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
ডেস্ক/বিডি
কপি করলে খবর আছে