সুবিধাবঞ্চিত পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী দিলো “বিদ্যানন্দ”

লেখক: পবিত্র দেব সমীর, ঠাকুরগাঁও
প্রকাশ: ৩ years ago

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়নে ১৩৫ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে “বিদ্যানন্দ” ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।

সোমবার সকালে গড়েয়া হাটে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় ১৩৫টি সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ সামগ্রী গ্রহন করেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, চিনি, তেল, বুট, আটা, মাস্ক, লুঙ্গী, শাড়ি ও জুতা।

“বিদ্যানন্দ”ফাউন্ডেশনের সদস্যরা জানান, সুবিধাবঞ্চিত পরিবারদের নিয়ে আমাদের এই উদ্যোগ। মূলত ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারদের মাঝে এটা আমাদের ঈদ উপহার।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন মহত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধী মহল।

বিডি/পবিত্র

  • ত্রাণ সামগ্রী দিলো "বিদ্যানন্দ"
  •    

    কপি করলে খবর আছে