স্বামীর উপর অভিমান করে ২ সন্তানের জননীর আত্মহত্যা!

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ঠাকুরগাঁওয়ের হরিপুরে তাসলিমা বেগম (৪৭) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
আত্মহননকারী তাসলিমা বেগম উপজেলার মারাধার পূর্বপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী।
গতকাল শনিবার (১ জুন) রাত সাড়ে ১১টার দিকে  বাড়ির পাশে কাঁঠাল গাছের ডালে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেন তাসলিমা বেগম।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরদিন রবিবার ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও  সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মৃতের  আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে তাদের সংসারে। বিয়ের পর  ভালোই চলছিল তাদের সংসার।পারিবারিক কলহের জের ধরে স্বামীর উপর অভিমান করে বাড়ির পাশে কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তাসলিমা বেগম।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক সুরতহাল রিপোর্টে বা স্থানীয়ভাবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
ডেস্ক/বিডি
  • ২ সন্তানের জননীর আত্মহত্যা!
  •    

    কপি করলে খবর আছে