হরিপুরে গাঁজা সহ মাদক কারবারি দুই ভাই গ্রেফতার !

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

মাদক বহনকালে ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাতশত পঞ্চাশ গ্রাম গাঁজা সহ মোঃ সুকুর্দ্দী (২৫) ও মোঃ জমিরুল (২০) নামে আপন দুই ভাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
আজ ভোর রাতে উপজেলার মেদিনীর মোড় নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ধৃত সুকুদ্দী ও জমিরুল রাণীশংকৈল থানার অন্তর্গত দেহট বিন্নাকুড়ি এলাকার মৃত-আলাউদ্দিনের ছেলে।
সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম।
তিনি জানান, গতকাল রাতে এসআই (নিঃ) রাকিবুল ইসলাম সহ হরিপুর থানার একটি চৌকশদল মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালে হরিপুর থানাধীন ০১নং গেদুড়া ইউপি’র মেদিনীর মোড় নামক এলাকার রেজাউল এর চায়ের দোকানের সামনে আধখানা গামী পাকা রাস্তার উপর দিয়ে মাদক (গাঁজা) বহন করার সময় সুকুর্দ্দী ও জমিরুল নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে হরিপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
বিডি/ডেস্ক
  • গাঁজা সহ মাদক কারবারি দুই ভাই গ্রেফতার
  •    

    কপি করলে খবর আছে