ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী আটক হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় উপজেলার মহেন্দ্রগাঁও মাস্টারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- উপজেলার মহেন্দ্রগাঁও মাষ্টার পাড়া গ্রামের এসতাব আলীর ছেলে মোঃ দবিরুল ইসলাম (২৭) ও একই এলাকার সাহেব আলীর ছেলে মোঃ র্মুতজা আলম (২৫)।
মাদকসহ দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম।
পুলিশ জানায়, গপোন সংবাদে জানতে পেরে গতকাল দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মহেন্দ্রগাঁও মাস্টারপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় ৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।
এঘটনায় হরিপুর থানায় আটক দুইজনকে আসামী করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি তাজুল ইসলাম।
বিডি/জীবন
কপি করলে খবর আছে