হরিপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক !

লেখক: হরিপুর, ঠাকুরগাঁও থেকে...
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৫০ বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে হরিপুর থানাধীন মুন্নাটলী বাজার হতে মেদিনীসাগরগামী আটঘরিয়া নামক এলাকা হতে এসআই আবু ঈসা’র নেতৃত্বে হরিপুর থানা পুলিশের একটি চৌকষ টিম তাদের আটক করে পুলিশ।

আটক মাদক কারবারিরা হলেন-উপজেলার গেরুয়াডাঙ্গী (মধ্যটলা) এলাকার মো: নাসির উদ্দিনের ছেলে রমজান আলী (২৫) ও একই এলাকার মো: মোস্তফার ছেলে মো: মমিন (২৪)।

এসআই আবু ঈসা জানান, গোপন সংবাদে জানতে পেরে মুন্নাটলী বাজার হতে মেদিনীসাগরগামী আটঘরিয়া নামক এলাকায় আমরা অবস্থান নেই।পরে সেখানে দুজন মাদক কারবারিকে ৫০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানান অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডি/ডেস্ক

  • মাদক কারবারি আটক
  •    

    কপি করলে খবর আছে