গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে সাধারণ বাঙালির ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে অস্ত্রসজ্জিত পাকিস্তানি সামরিক বাহিনী। অপারেশন সার্চলাইট নাম দিয়ে ঢাকায় সেদিন চলে ভয়াবহ হত্যাযজ্ঞ। ২০১৭ সাল থেকে দিনটি গণহত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে সারাদেশে।
আজ শুক্রবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশকে এক মিনিটের জন্য ব্ল্যাকআউট করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। এদিন রাতে কোনও আলোকসজ্জা করা যাবে না।
ডেস্ক/বিডি