ঠাকুরগাঁওয়ে ৩য় বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন।
রবিবার (১৬ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোছা. লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মোঃ নাছির উদ্দিন যুবায়ের, সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মো: মনজুরুল আলম, ৭ থানার অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে আশ্রায়নের বাসিন্দাদের ঈদ উপহার দিলেন আ.লীগ নেতা সুজন
জানা যায়, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক কর্ম মূল্যায়নে জেলায় নভেম্বর’২২, ডিসেম্বর’২২ ও মার্চ’২৩ এর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন।
পুরস্কার প্রাপ্ত সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন জানান, প্রত্যেকটি অর্জন মানুষকে নতুন উদ্যোমে কাজে অনুপ্রাণিত করে, আমার ক্ষেত্রেও তাই। আমার চেষ্টা থাকবে আগামীতে এর চেয়েও ভালো কিছু করার।
এদিকে তৃতীয় বারের মতো সদর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আনন্দে ভাসছে সদর থানা পুলিশের সদস্যরা।
ডেস্ক/বিডি
কপি করলে খবর আছে