৭১-এ ঠাকুরগাঁওয়ে ঘটে যাওয়া গণহত্যা নিয়ে রচিত নাটক “জাঠিভাঙ্গার মৃত্যুপুরাণ” মঞ্চস্থ হবে আজ

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুর ইউনিয়নের জাঠিভাঙ্গায় ১৯৭১ সালে ঘটে যাওয়া গণহত্যার ঘটনাবলি নিয়ে রচিত নাটক “জাঠিভাঙ্গার মৃত্যুপুরাণ” মঞ্চস্থ হবে আজ।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ ২৩ জুন সন্ধা সাড়ে ৭ টায় সদর উপজেলার শুখানপুকুর ইউনিয়নের জাঠিভাঙ্গা বধ্যভূমিতে মঞ্চস্থ হবে এ নাটক।

ঠাকুরগাঁওয়ের গণহত্যার পরিবেশ থিয়েটার “জাঠিভাঙ্গার মৃত্যুপুরাণ” প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মুহা. সাদেক কুরাইশী, প্রশাসক, জেলা পরিষদ, ঠাকুরগাঁও, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, জেলা আ’লীগের সা: সম্পাদক দীপক কুমার রায় ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদরপ্রমুখ।

সভাপতিত্ব করবেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো: মাহাবুবুর রহমান।

প্রসঙ্গত, “জাঠিভাঙ্গার মৃত্যুপুরাণ” নাটকটি রচনা করেছেন জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন। নাটকটি প্রযোজনা করছেন গণহত্যার পরিবেশ থিয়েটার ঠাকুরগাঁও।

বিডি/ডেস্ক

  • “জাঠিভাঙ্গার মৃত্যুপুরাণ”
  •    

    কপি করলে খবর আছে