জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ফরিদপুর শহরের রথখোলা যৌন পল্লী থেকে নিজেকে উদ্ধার করেছে ১৯ বছরের এক তরুণীকে। তার বাড়ি বান্দরবান জেলায়। চাকরির প্রলোভন দেখিয়ে একটি দালালচক্র ওই তরুণীকে ফরিদপুরের যৌনপল্লীতে নিয়ে বিক্রি করে দিয়েছিল বলে অভিযোগ ভুক্তভোগীর।
সুযোগ পেয়ে ভুক্তভোগী তরুণী জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধারের অনুরোধ জানালে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ তাকে উদ্ধার করে।
আরও পড়ুন : মুক্তি পেলেন রুহুল কবীর রিজভী
ভুক্তভোগী তরুণী জানান, চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় দুই মাস আগে একটি দালাল চক্র তাকে ওই যৌনপল্লীতে বিক্রি করে দেয়। প্রায় দুই মাস ধরে ওই যৌনপল্লিতে ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কাজে বাধ্য হন ওই তরুণী।
এমন অভিযোগ জানিয়ে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ নম্বরে অনুরোধ জানান।
খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাঈম ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে অভিভাবকদের খবর দেওয়া হয়। তারা থানায় এলে তাদের জিম্মায় তাকে বুঝিয়ে দেওয়া হয়।
ডেস্ক/বিডি