ঈদের নতুন পোশাক না পেয়ে ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুর আত্মহত্যা!

লেখক: মামুনুর রশিদ (মামুন), ঠাকুরগাঁও
প্রকাশ: ১ বছর আগে

ঈদের নতুন পোশাক কিনে না দেওয়ায় অভিমান করে শাহাদাত হোসেন নামে ৮ বছরের এক শিশু আত্মহত্যার খবর পাওয়া গেছে। 

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে নিজ বাড়ীর গোয়াল ঘর থেকে উড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশু সদর উপজেলার ভূল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ মধ্য পাড়া গ্রামের কৃষক জহিরুল ইসলামের ছোট ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার শিশু শাহাদাত হোসেনের ঈদের নতুন পোশাক নেওয়ার জন্য বাবা জহিরুল ইসলাম বড় ছেলে হানিফকে এক হাজার টাকা দেয়। বড় ছেলে সকালে কাজের সন্ধানে বাইরে চলে গেলে আসতে দেরি হওয়ায় অভিমানে পরিবারের অগোচরে বাড়ীর গোয়াল ঘরের সরের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শিশু শাহাদাত। পরে শাহাদতের মা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ভূল্লী থানা পুলিশ।

আরও পড়ুন : হয়নি দুই বাংলার মিলনমেলা; অশ্রুজলে ফিরে গেলেন স্বজনেরা!

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আতিকুর রহমান জানান, ঈদের নতুন পোশাক কিনে দিতে দেরি হওয়ায় পরিবারের উপর অভিমান করে শিশুটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক/বিডি/মামুন

  • ৮ বছরের শিশুর আত্মহত্যা
  •  

    কপি করলে খবর আছে