ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো: মাহাবুবুর রহমান।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৮ বস্তা সরকারি চাল জব্দ করলেন ইউএনও!

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, জেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সহ জেলা-উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

ডেস্ক/বিডি

  • মুজিব নগর দিবস
  •    

    কপি করলে খবর আছে