ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেল এর আয়োজনে এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ঠাকুরগাঁও সদর সার্কেল সুলতানা রাজিয়া, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেল এর সহকারি পরিচালক তন্ময় কুমার ধর, নিরাপদ সড়ক চাই এর জেলা কমিটির সভাপতি আবু মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোদাচ্ছের হোসেন, জেলা মটর পরিবহন মালিক সমিতির সভাপতি হায়দার আলী বাবলু, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাবু, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো: আসাদুজ্জামান, জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক বুলু মহন্ত প্রমুখ।

এসময় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ওবায়দুল, সড়ক সম্পাদক বাবু, সদস্য জগবন্ধু, ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহরাব হোসেন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি/ডেস্ক

  • নিরাপদ সড়ক দিবস পালিত
  •    

    কপি করলে খবর আছে