ঠাকুরগাঁওয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথ যাত্রা উৎসব পালিত

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে রথ যাত্রা উৎসব পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির হতে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে আশ্রমপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দিরে গিয়ে শেষ হয়।

জগন্নাথদেবের এ রথ আশ্রমপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দিরে সাত দিন অবস্থান করবে এবং সেখানে প্রতিদিন পুজা-অর্চনা চলবে। সপ্তম দিনে আবারও এ রথ শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে পৌঁছে দেওয়া হবে।

শোভাযাত্রায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, হিন্দু ধর্মীয় নেতা অভিজিৎ রায়, অশোক কুমার দাস, অতুল ঘোষ সহ সনাতন ধর্মালম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষেরা অংশ নেয়।

এর আগে শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে সকাল থেকে শুরু হয় জগন্নাথ দেবের পুজা-অর্চনা।

কথিত আছে, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথদেব। সেইজন্যে ওই তিথি মেনেই গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয়। এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয়। এর ঠিক সাত দিন পর তার ফিরে আসাকে উল্টোরথ বলে পরিচিত।

বিডি/ডেস্ক

  • রথ যাত্রা উৎসব পালিত
  •    

    কপি করলে খবর আছে