ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বঙ্গবন্ধু’র জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, জেলা আ.লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ।
এসময় জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এ উপলক্ষে জেলা শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। শেষে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ডেস্ক/বিডি
  • জুলিও কুরি শান্তি পদক
  • বঙ্গবন্ধু
  •    

    কপি করলে খবর আছে