ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দলীয় সংগীত ‘জয় বাংলা, বাংলার জয়’ দিয়ে শুরু হয়ে প্রায় দুই ঘন্টা ব্যাপী চলে এ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় একক সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ‍ও বিশিষ্ট সংগীত শিল্পী মনজুর-উল হক, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সরলা বালা, সংগীত শিল্পী রুমি রাণী, মীর ছানোয়ার হোসেন ছানু, জ্যোতিষ রায়, নম্রতা বর্মন সেতু ও মোনামি রায়।

এছাড়াও নৃত্য প্রশিক্ষক প্রীতি গাঙ্গুলী ও রোহিত খাঁন তুহিনের নির্দেশনায় পরিবেশিত হয় দলীয় নৃত্য এবং নাট্য ও আবৃতি প্রশিক্ষক অমল কুমার টিক্কুর নির্দেশনায় পরিবেশিত হয় দলীয় কবিতা আবৃতি।

জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান এর সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পার্থ সারথী দাস।

বিডি/ডেস্ক

  • সাংস্কৃতিক অনুষ্ঠান
  •    

    কপি করলে খবর আছে