ঠাকুরগাঁওয়ে বাংলা মদ পান করতে গিয়ে ধরা খেল ২ যুবক!

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

ঠাকুরগাঁওয়ে বাংলা মদ (চোলাই মদ) পান করতে গিয়ে দুই লিটার চোলাই মদ সহ ২ যুবককে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ মে) ঠাকুরগাঁও সদর থানাধীন গোবিন্দ নগর বাগান বাড়ি এলাকায় টাক্সফোর্স অভিযান পরিচালনা কালে আটক হন তারা। পরে মাদক সেবন ও মজুতের দায়ে আটক ২ যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ২০০টাকা করে জড়িমানা করেন ঠাকুরগাঁও সদর এক্সিকউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ।

দন্ডপ্রাপ্তরা হলেন-গৌতম চক্রবর্তীর ছেলে তাপস চক্রবর্তী (২৪) ও রবেল বনিকের ছেলে মিন্টু বনিক।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে বিজ্ঞানের শিক্ষার্থীর রেজিস্ট্রেশন মানবিকে; স্বপ্ন ভঙ্গ ফাহিমের!

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফরহাদ আকন্দ।

তিনি জানান, মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে চলেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ধারাবাহিকতায় মঙ্গলবার সদর থানাধীন বাগানবাড়ী এলাকায় টাক্সফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয় এবং তাদের কাছ থেকে জব্দ করা হয় দুই লিটার চোলাই মদ। পরে তাদের ঠাকুরগাঁও সদর এক্সিকউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২’শত টাকা করে জড়িমানা করেন।

ডেস্ক/বিডি

  • বাংলা মদ পান
  •    

    কপি করলে খবর আছে