ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে এক নারী মাদক কারবারীর চার মাসের জেল

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে এক নারী মাদক কারবারীকে চার মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।একই সাথে তাকে একশত টাকা জরিমানাও করে আদালত।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
দন্ডপ্রাপ্ত নারী মাদক কারবারীর নাম মোছা. মনোয়ারা বেগম (৫৫)।তিনি সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ভাঙাপুল নামক এলাকার মৃত- তছলিম উদ্দিনের স্ত্রী।
সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফরহাদ আকন্দ।
তিনি জানান. গোপন সংবাদে খবর পেয়ে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ভাঙাপুল নামক এলাকায় মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এসময় এক’শ গ্রাম গাঁজা সহ মনোয়ারা নামে এক নারী মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়।পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামীকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ও একশত টাকা জরিমানা করেন।
বিডি/ডেস্ক
  • নারী মাদক কারবারী আটক
  •    

    কপি করলে খবর আছে