ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে ড্রেস প্রদান

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ২নং আখানগড় ইউনিয়নের ঝারগাও রহমানিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় শিক্ষাক্রম ২০২৩ বাস্তবায়ন ও শিক্ষার গুনগত মানোন্নয়নে সকল শিক্ষাথীদের মাঝে মাদ্রাসার ড্রেস প্রদান করা হয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ১৯৬২ সালে স্থাপিত ঐতিহ্যবাহি ঝারগাও রহমানিয়া দাখিল মাদ্রাসা চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি এরশাদুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহমান।

মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ ফিরোজ জামান চৌধুরীর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ দত্ত সমীর বলেন, বর্তমান সরকার শিক্ষার আমুল পরিবর্তন করছে, শিক্ষার্থীদের বাস্তবমুখি শিক্ষা দানের উদ্যোগ গ্রহন করেছেন, এতে করে শিক্ষার্থীরা মেধাবী হয়ে গড়ে উঠবে। প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি।

মাদ্রাসা ড্রেস বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিডি/ডেস্ক

  • ছাত্র-ছাত্রীদের মাঝে ড্রেস প্রদান
  •  

    কপি করলে খবর আছে