ঠাকুরগাঁওয়ে লক্ষিত পরিবারের মাঝে ক্ষুদ্র ব্যবসার সামগ্রী বিতরণ

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁওয়ে লক্ষিত পরিবারের মাঝে ক্ষুদ্র ব্যবসার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে এই সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০টি পরিবারের প্রত্যেককে কমপক্ষে ১৫হাজার টাকার চাল,ডাল,তেলসহ অন্যান্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় এক আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে তারা নিন্ম আয়ের মানুষের মাঝে বিনা মূল্যে গরু,ছাগল, হাঁসসহ অনেক কিছুই বিতরণ করেছে।তারই ধারাবাহিকতা আজ তারা লক্ষিত পরিবারের মাঝে ক্ষুদ্র ব্যবসার সামগ্রী বিতরণ করছে। এসময় বক্তারা উপকারভোগী দের অনুরোধ করে বলেন, এই সামগ্রী আপনারা খেয়ে না ফেলে এটা দিয়ে ব্যবসা করবেন তবেই আপনাদের উন্নতি করা সম্ভব।

বিডি/এফআর

  • ক্ষুদ্র ব্যবসার সামগ্রী বিতরণ
  •    

    কপি করলে খবর আছে