ঠাকুরগাঁওয়ে স্প্রিং গার্ডেনের সৌজন্যে ২ দিনব্যাপী অনলাইন পণ্য মেলা সমাপ্ত

লেখক: মেহেদী হাসান, ডেস্ক ইনচার্জ
প্রকাশ: ২ years ago

অনলাইন পণ্যগুলো যাতে সাধারণ ক্রেতারা হাতে ধরে দেখতে পায় সেই লক্ষে ঠাকুরগাঁওয়ের প্রসিদ্ধ চাইনিজ রেষ্টুরেন্ট স্প্রিংগার্ডেন এর সৌজন্যে আয়োজিত দুই দিনব্যাপী অনলাইন পণ্য মেলা শান্তিপুর্ণ পরিবেশে সমাপ্ত হয়েছে।

ঠাকুরগাঁও অনলাইন নারী উদ্যোক্তা পরিবারের আয়োজনে পৌর শহরের জেলা পরিষদ শিশু পার্কে অনুষ্ঠিত অনলাইন পণ্য মেলায় ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন জেলার নারী উদ্যোক্তা এতে অংশ নেন।

হাতের তৈরি হরেক রকম খাবার, গাছের চারা, হাতের কারুকার্য করা পণ্য সামগ্রী ক্রয়ে ছুটে আসছেন ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীরা। এমন দৃশ্য দেখা যায় অনলাইন পণ্য মেলায়। জেলার নারীদের এমন ব্যতিক্রম উদ্যোগে মুখরিত ছিলো মেলা প্রাঙ্গণ।

ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের যাত্রা শুরু ২০২০ সালের মে মাসে।বর্তমান অনলাইনে উদ্যোক্তাদের সংখ্যা ৬৫ হাজার। উদ্যোক্তা নারীরা বাড়িতে বসে হাতের তৈরি হরেক রকম মুখরোচক খাবার, কুশিপণ্য, ওয়ালমেট, পাটের তৈরী বিভিন্ন শো পিস, বিভিন্ন ডিজাইনের পোশাকসহ নানা রকম পণ্য বিক্রির করে আসছেন।

অনলাইনে পণ্য বিক্রি করে আসলেও ক্রেতা বিক্রেতারা সরাসরি পছন্দের পণ্য ক্রয়ের সুবিধার্থে এবং ব্যবসা প্রসারে ঠাকুরগাঁওয়ে এই প্রথম কয়েকজন নারীর নিজস্ব ব্যতিক্রমধর্মী এই উদ্যোগে ব্যাপক সাড়া পড়ে।

ব্যবসায় প্রসার ঘটাতে ঠাকুরগাঁও অনলাইন নারী উদ্যোক্তা পরিবারের আয়োজিত এ মেলায় প্রায় ত্রিশটি স্টল বসেছিলো। আর প্রতিটি স্টলে হাতের তৈরি নানা রকম পণ্য বিক্রি করেছেন জেলাসহ অন্যান্য জেলার নারীরা।

ঠাকুরগাঁও অনলাইন নারী উদ্যোক্তা পরিবারের এর এডমিন সানজিদা শারমিন সেতু জানান, স্প্রিংগার্ডেন এর সৌজন্যে আয়োজিত দুই দিনব্যাপী অনলাইন পণ্য মেলা শান্তিপুর্ণ পরিবেশে শেষ হলো।এ আয়োজনে আমরা সাধারণ ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছি।যারা এ আয়োজন সম্পন্ন করতে বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

বিডি/মেহেদী

  • অনলাইন পণ্য মেলা
  •    

    কপি করলে খবর আছে