ঠাকুরগাঁওয়ে ৩ মাদকসেবির কারাদন্ড!

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

ঠাকুরগাঁওয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাই মদ পানকালে ৩ মাদকসেবিকে আটক করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার টাক্সফোর্সের অভিযানে পৌরসভাধীন পরিষদ পাড়ায় তাদের আটক পরবর্তী এ সাজা প্রদান করেন টাক্সফোর্স অভিযানে নেতৃত্বদানকারী এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: শামসুজ্জামান আসিফ।

দন্ডপ্রাপ্তরা হলেন- ওই এলাকার শুকুর মিয়ার ছেলে মো: শাহীন (২৫), মো: শফির ছেলে আব্দুস সালাম (২২) ও মো: আ: জব্বারের ছেলে মো: গনি (২২)।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চোরাই মোটরসাইকেলসহ আটক-১

সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ।

তিনি জানান, পৌরসভাধীন পরিষদ পাড়ায় মাদকের প্রবণতা (চোলাই মদের) বৃদ্ধি পেয়েছে এমন সংবাদে সেখানে টাক্সফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন যুবককে চোলাই মদ পানরত অবস্থায় আটক করলে তাদের কাছ থেকে দেড় লিটার চোলাই মদ জব্দ করা হয়। এসময় টাক্সফোর্সের নেতৃত্বদানকারি কর্মকর্তা ও সদর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: শামসুজ্জামান আসিফ তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং ২০০টাকা করে জরিমানা করেন।

মাদক নির্মূলে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

ডেস্ক/বিডি

  • ৩ মাদকসেবির কারাদন্ড
  •    

    কপি করলে খবর আছে