ঠাকুরগাঁও রোড বাজারের অবৈধ স্থাপনা ও বহুতল ভবন ভেঙ্গে ফেলতে পৌরসভার প্রচারণা

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

ঠাকুরগাঁও রোড বাজারের অবৈধ স্থাপনা ও বহুতল ভবন ভেঙ্গে ফেলতে ৩ দিনের সময় বেঁধে দিয়ে মাইকিং করে প্রচারণা চালিয়েছে ঠাকুরগাঁও পৌরসভা।

ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমআরা বেগম বন্যা স্বাক্ষরিত ঠা:/পৌ:/সা:/২০২২-২৩/২১৮, তারিখ: ১৭ জুলাই’২২ স্মারকমূলে এ প্রচারণা চালানো হয়।

তবে বেঁধে দেওয়া সময় পেড়িয়ে গেলেও কোনো অবৈধ স্থাপনা ও বহুতল ভবনের মালিক তা পালন করেননি।তবে থেমে নেই পৌর কর্তৃপক্ষ। তারা অবৈধ দখলদারদের তালিকা তৈরীর কাজ শুরু করেছেন বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে।

জানা যায়, ঠাকুরগাঁও রোড বাজারে ৫টি দাগে ১ নং খাস খতিয়ানভূক্ত ৬.৫৫ একর জমি অবৈধ দখলে রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে অবৈধ দখলদাররা।এতে করে বিশাল অংকের রাজস্ব হারাচ্ছে সরকার। অপরদিকে প্রান্তিক কৃষকরা যদি তার খাদ্যশস্য বিক্রি করতে ঠাকুরগাঁও রোড বাজারে আসে তাহলে তাকে টোল/তোলা বাবদ ১৫ টাকা ছাড়াও বাড়তি গুণতে হচ্ছে বসার স্থানের টাকা। স্থান ভেদে এ ভাড়া প্রতিদিন ৫০টাকা থেকে শুরু করে ১৫০টাকা পর্যন্ত নেওয়া হয়।

বিডি/ডেস্ক

  • অবৈধ স্থাপনা ও বহুতল ভবন
  •    

    কপি করলে খবর আছে