নির্মাণ সামগ্রীর মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের মানববন্ধন

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ২ years ago

চলমান বাজারে ঠিকাদারী কাজের নির্মাণ সামগ্রীর মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে মানববন্ধন পালনসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ঠাকুরগাঁও জেলা ঠিকাদার কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় দাড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালন করেন ঠিকাদাররা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

ঠাকুরগাঁও জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি তপন কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ঠিকাদার বেলাল হোসেন, জেলা চেম্বার অফ কমার্স এর ভাইস প্রেসিডেন্ট মুরাদ হোসেন সহ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত ঠিকাদাররা  বক্তব্য রাখেন।

মানববন্ধন চলাকালে বক্তারা চলমান বাজারে নির্মাণ সামগ্রীর মূল্য উর্ধগতির কথা জানিয়ে বলেন, এ অবস্থায় যদি তারা নির্মাণ কাজ চালিয়ে যান তাহলে তাদের কাজের শতকরা ৫০ ভাগ লোকসান গুনতে হবে এবং ব্যবসার মুলধন হারাতে হবে। এসময় তারা নির্মাণ সামগ্রীর চলমান বাজার দর হ্রাসকরণ, বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য রেখে চলমান ঠিকাদারী নির্মাণ কাজের প্রাক্কলিত মূল্য বৃদ্ধিকরণসহ জরিমানা ব্যাতিত কাজের সময়সীমা বৃদ্ধিকরণের দাবি জানান।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত ঠিকাদারেরা অংশ নেন।

বিডি/ডেস্ক

  • নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি
  • মানববন্ধন
  •  

    কপি করলে খবর আছে