পরীক্ষায় নকল করার দায়ে ঢাবি সহ সাত কলেজের ৭১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সুপারিশ

লেখক: বাংলা ২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ২ years ago

‘বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি‘ পরীক্ষায় নকল করার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের ৭১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে।

এমন অপরাধের দায়ে অভিযুক্তদের সাময়িক বহিষ্কার থেকে তিন বছর পর্যন্ত একাডেমিক বহিষ্কার করা হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র।

অপরদিকে এক শিক্ষার্থী নির্যাতনের ঘটনার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের শিক্ষার্থী সিফাত উল্লাহকে হল থেকে আজীবন ও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়।

বুধবার (২৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাসিক শৃঙ্খলা কমিটির সভায় করা হয় এ সুপারিশ। আগামী সিন্ডিকেট মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পরীক্ষায় নকল করার জন্য ৭১ শিক্ষাথীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি। এছাড়া শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের শিক্ষার্থী সিফাত উল্লাহর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়।

ডেস্ক/বিডি

  • ঢাবি
  • নকল
  • শাস্তি
  •    

    কপি করলে খবর আছে