পাক হানাদারদের নৃশংসতাকেও হার মানিয়েছে পঞ্চগড়ের সংঘর্ষ-রেলমন্ত্রী

লেখক: পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১ বছর আগে

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, ১৯৭১ এর পাক হানাদারদের নৃশংসতাকেও হার মানিয়েছে পঞ্চগড়ের আহমদিয়া অনুসারীদের বাড়ি, প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও জ্বালাও পোড়াও। প্রতিবাদ করার বিভিন্ন ভাষা থাকার পরেও এই নৃশংসতা চালিয়েছে বিএনপি।

সোমবার (৬ মার্চ) দুপুরে আহমদ নগর এলাকা পরিদর্শনে এসে এবং আহমদিয়া সম্প্রদায়ের মানুষজনকে খাদ্য ও মানবিক সহায়তাদানকালে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরো বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি-জামায়াতের আন্দোলনের যে ঘটনাগুলো ঘটেছিল, একই ধরণের ঘটনা সামনে তৌহিদি ব্যানারের নাম রেখে পুনবৃত্তি করেছে বিএনপি-জামায়াত। সরকারের সাংবিধানিক দায়িত্বে আহমদিয়া অনুসারীদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে জলসার অনুমতি দেয়া হয়। কিন্তু জলসাকে কেন্দ্র করে সাদা পতাকা ও লাল পতাকা দিয়ে চিহ্নিত করেই তাদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। প্রতিবাদ করার ভিন্ন ভিন্ন ভাষা থাকার পরেও এই নৃশংসতা চালায় বিএনপি।

পরে মন্ত্রী পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত ১৭৯টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল, ১টি করে শাড়ি ও লুঙ্গি, কম্বল এবং নগদ ১ লাখ টাকা বিতরণ করেন।

এসময় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলিম মাহমুদ, পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এমএম সিরাজুল হুদা সহ আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা সহ আহমদিয়া জামাতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিডি/ডেস্ক

  • পাক হানাদারদের নৃশংসতাকেও হার মানিয়েছে
  •    

    কপি করলে খবর আছে