পীরগঞ্জে সতীর ঘাটে শত শত পূণ্যার্থীর অংশ গ্রহণে গঙ্গা স্নান(ভিডিও সহ)

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

শত শত পূণ্যার্থীর অংশ গ্রহণে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
শুক্রবার (১৫ এপিল) সকালে পীরগঞ্জ উপজেলার কষারানীগঞ্জ শ্রী শ্রী শ্মশান কালি পূজা ও নববর্ষ উদযাপন উপলক্ষে সতির ঘাটে টাঙ্গন নদীতে ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী এ পূণ্যস্নান।
পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে শত শত পূণ্যার্থীরা টাঙ্গন নদীর সতির ঘাটে  ভীড় জমাতে থাকেন। অন্য যে কোন স্নানের চেয়ে এ স্নানে হাজার গুণ পূণ্য বলে বিভিন্ন জেলার পূণ্যার্থীরা এখানে স্নানে অংশ গ্রহণ করে থাকেন।
এছাড়াও পূর্ণস্নানের পরে আয়োজন করা হয় কালী পূজাসহ প্রায় ৭ ধরনের পূজা ও কীর্তন । এ উপলক্ষ্যে শ্মশান কালি ঘাটে ও  নদী এলাকা জুড়ে রকমারী পসরা নিয়ে বসেছে মেলা। দূরদূরান্তের থেকে এসে জড়ো হয়ে সাধু সন্যাসীরা। বসে মিলন মেলা।
পুজা আয়োজক কমিটির সভাপতি শঙ্কর রায় বলেন, বছরের এই সময়টায় প্রতিবছর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা এই খানে সমবেত হন। গঙ্গাস্নান উপলক্ষে এলাকায় প্রতিটি বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজন আসে।
ভিডিওটি দেখতে ছবিতে ক্লিক করুন

বিডি/জাকির
  • গঙ্গা স্নান
  •  

    কপি করলে খবর আছে