প্রকাশিত সংবাদের প্রতিবাদ

লেখক: বাংলা২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

গত ২৯ মার্চ ঢাকা প্রকাশ সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় ‘‘সাব-রেজিস্ট্রার ভবনের ইটও টাকা চায়’’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। মূলত; সরকারি নিয়ম নীতি মেনেই আমরা দলিল লেখখরা দলিল সম্পাদন কার্য  সম্পন্ন করি। এতে দলিল লেখনী বাবদ জমির ক্রেতারা আমাদের দুই হাজার টাকা সম্মানী প্রদান করেন। এছাড়াও জমি রেজিস্ট্রিকালে সরকারি কিছু ফি জমা দিতে হয়, যা জমির ক্রেতা-বিক্রেতা সকলেই অবগত। এছাড়া জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র তুলতে রেকর্ড রুমে যোগাযোগ করতে হয়। কিন্তু কতিপয় সুযোগ সন্ধানী ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলে ব্যর্থ  হয়ে আর্থিক লেনদেন এর অভিযোগ তুলে এবং সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করান। এছাড়াও সংবাদে আমার বক্তব্য উল্লেখ করলেও আমার সাথে কেউ কোন যোগাযোগ করেনি বা আমার বক্তব্য না নিয়ে মনগড়া বক্তব্য তুলে ধরে-যা সাংবাদিকতা নীতিমালা বহির্ভূত। এতেই প্রতীয়মান হয় সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী

মো: আমনিুল ইসলাম
সাধারণ সম্পাদক, জেলা দলিল লেখক সমিতি, ঠাকুরগাঁও।

  • প্রতিবাদ
  •  

    কপি করলে খবর আছে