প্রকাশিত সংবাদের প্রতিবাদ

লেখক: বাংলা২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ১২ মাস আগে

গত ০২ এপ্রিল’২৩ ইং তারিখে দৈনিক সময়ের কাগজ, অনলাইন নিউজ পোর্টাল জিনিউজবিডি২৪ ডট কম, বিজয় বাংলা, অনাবিল বাংলা সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় “হরিপুরে স্কুল ছাত্রকে বলৎকারের অভিযোগ প্রধান শিক্ষক দাদার বিরুদ্ধে” এবং ৩ এপ্রিল’২৩ ইং তারিখে ঠাকুরগাঁওয়ের স্থানীয় পত্রিকা দৈনিক ঠাকুরগাঁওয়ের খবর সহ বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্রিকায় “হরিপুরে স্কুল ছাত্রকে বলৎকারের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি উদ্দেশ্য প্রনোদিত, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত: আমার প্রতিবেশি হওয়ার সুবাদে তাদের সাথে আমার কিছু জমি নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি চলাচলের একটি রাস্তাকে কেন্দ্র করে এ বিরোধ আরও চরম আকার ধারণ করে। এ অবস্থায় স্থানীয় কিছু সুবিধাবাদী মানুষ আমাকে ফাঁসাতে ও আমার সুনাম ক্ষুন্ন করতে হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একটি ন্যাক্কারজনক বিষয় তুলে ধরে আমার বিরুদ্ধে সংবাদকর্মী ভাইদের ভূল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে-যা মোটেও কাম্য নয়। আমি দীর্ঘ দিন যাবৎ ন্যায় ও নিষ্ঠার সাথে শিক্ষকতা পেশায় রয়েছি। অতীতেও আমার বিরুদ্ধে এমন ধরণের কাজের কোন রেকর্ড নেই। কাজেই শুধুমাত্র আমার সম্মানহানি ঘটাতে হিংসের বশবর্তী হয়ে উদ্দেশ্যমুলকভাবে যে এ ঘটনা প্রকাশ করা হয়েছে তা প্রতীয়মান। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

প্রতিবাদকারি

(সদানন্দ দাস)
প্রধান শিক্ষক, দেবরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
হরিপুর, ঠাকুরগাঁও।

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  •    

    কপি করলে খবর আছে