বেশি দামে স্যার বিক্রির অপরাধে ঠাকুরগাঁওয়ে এক ব্যবসায়ীর কারাদণ্ড !

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে স্যার বিক্রির অপরাধে ঠাকুরগাঁওয়ে এক সার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান।

দন্ডপ্রাপ্ত সার ব্যবসায়ীর নাম বাবু (৩৫)। তিনি  সদর উপজেলার রুহিয়া উত্তরা বাজারের খুচরা সার বিক্রেতা।

সারের বাজার নিয়ন্ত্রণসহ ন্যায্যমূল্যে কৃষকরা যাতে সার ক্রয় করতে পারেন সে লক্ষে ওই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান।

তিনি বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারার আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে বাবু নামে একজন খুচরা সার ব্যবসায়ীকে এক মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তির জন্য সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিডি/ডেস্ক

  • সার ব্যবসায়ীর কারাদন্ড
  •  

    কপি করলে খবর আছে