মুসল্লীদের সাথে জুম্মার নামাজ আদায় করে মসজিদে অনুদান দিলেন এমপি পুত্র সুজন

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ years ago

মুসল্লীদের নিয়ে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে সেই মসজিদেই এমপি’র বিশেষ বরাদ্দ হতে প্রাপ্ত অর্থ মসজিদ কমিটির হাতে তুলে দিয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি’র জ্যেষ্ঠ পুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোড় ইউনিয়নের ময়মনসিংহ পাড়া জামে মসজিদে এমপি’র বরাদ্দের ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি।

এসময় জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার শাসনামলে দেশব্যাপী ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম সুজন। তিনি বলেন, আপনারা নিজেরা চারদিকে তাকালেই দেখবেন শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের চিত্র। অথচ বিএনপি-জামায়াতের চোখে এসব উন্নয়ন ধরা পড়ে না-উনারা কাঠের চশমা পড়ে উন্নয়ন দেখতে চান। তাদের উদ্দেশে বলি-আপনারা অন্ধ হতে পারেন, দেশবাসি অন্ধ নয়, তাঁরা দেখছেন দেশের কোথায় কোথায় উন্নয়ন ঘটছে।তিনি বলেন, আসলে বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চান না, উনারা চান কিভাবে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যায়।এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে সামনের নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে পূণরায় আ’লীগকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

চেক হস্তান্তর কালে ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাসহ স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।

বিডি/ডেস্ক

  • মসজিদে অনুদান দিলেন এমপি পুত্র সুজন
  •    

    কপি করলে খবর আছে