রংপুর বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার ঠাকুরগাঁওয়ের জাহাঙ্গীর হোসেন

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সোমবার (১০ এপ্রিল) দুপুরে রংপুর রেঞ্জ ডিআইজি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা ও আইন-শৃঙ্খলা সভায় তাঁকে এ উপলক্ষে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। তিনি মার্চ’২৩ মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় রংপুর রেঞ্জে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার প্রাপ্ত হন। পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।

রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) এ এফ এম আনজুমান কালাম বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম‍্যানেজম্যান্ট) মোঃ মিজানৃুর রহমান পিপিএম (বার), আরআরএফ, রংপুর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এস.এম. আশরাফুজ্জামান, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার, আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম, লালমনিরহাট জেলা পুলিশ সুপার  মোহাম্মদ সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম, গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, পিবিআই এর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন (পিপিএম), রংপুর রেঞ্জ অফিসের পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোঃ আব্দুল লতিফ, পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম অ্যানালাইসিস) মোঃ আকতার হোসেন, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার (দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, গাইবান্ধা) কমান্ডেন্ট (পুলিশ সুপার), সহকারি পুলিশ সুপার (হাইওয়ে রংপুর জোন) মো: জাহিদুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোঃ রেজিনূর রহমান; সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি)রাফে সামদান হুসাইন মোঃ আদেল প্রমুখ।

আরও পড়ুন : দিনাজপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ফেন্সি মনির বিপুল পরিমাণ ফেন্সিগ্রিপসহ গ্রেফতার 

সভায় মার্চ’২৩ মাসে রংপুর রেঞ্জে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড এবং এ সংক্রান্ত জেলা পুলিশের গৃহীত পদক্ষেপ সমূহ পর্যালোচনার নিমিত্তে জেলা পুলিশ সুপারগণ তাদের কার্যক্রমসমূহ তুলে ধরেন। এছাড়াও সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।

শেষে মার্চ’২৩ মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ছাড়াও ঠাকুরগাঁও পুলিশ বিভাগ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ট্রাফিক শাখায়। রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছেন মোঃ মাসুদ হাসান, (সার্জেন্ট, ঠাকুরগাঁও ট্রাফিক শাখা), শ্রেষ্ঠ ট্রাফিক নির্বাচিত হয়েছে মোঃ আমজাত হোসেন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবহন) ট্রাফিক শাখা। এছাড়াও বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন মোঃ নবীউল ইসলাম, এসআই, জেলা গোয়েন্দা শাখা, ঠাকুরগাঁও।

ডেস্ক/বিডি

  • ঠাকুরগাঁওয়ের জাহাঙ্গীর হোসেন
  • রংপুর বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার
  •    

    কপি করলে খবর আছে