রোলার কোস্টার থেকে পড়ে শিশুর মৃত্যু !

লেখক: বাংলা২৪ ভয়েস ডেস্ক
প্রকাশ: ২ years ago

রাজধানীর কদমতলীতে একটি পার্কের রোলার কোস্টার থেকে পড়ে রাব্বি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) দীপঙ্কর।

রাব্বি গেন্ডারিয়ার স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইমামগঞ্জ গ্রামে। তার বাবার নাম জনু মিয়া। রাব্বি গেন্ডারিয়া এলাকায় নিজ পরিবারের সঙ্গে থাকত।

পুলিশ জানিয়েছে, আজ দুপুরে ঈদ আনন্দের ঘোরাঘুরি করতে রাফি তার মামা ও বন্ধুদের সঙ্গে বের হয়েছিল। ঘুরাঘুরির এক পর্যায়ে কদমতলীতে অবস্থিত ইকোপার্ক নামে একটি পার্কে যায় সে। সেখানে রাফি রোলার কোস্টারে উঠে। রাইড চলার এক পর্যায়ে রোলার কোস্টার থেকে নিচে পড়ে যায় রাফি। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলয় কুমার সাহা বলেন, রোলার কোস্টারের বেল্ট খুলে সেলফি তুলছিল শিশুটি। এরপর সে ছিটকে পড়ে যায়। শিশুটির লাশ এখন ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

ডেস্ক/বিডি

  • রোলার কোস্টার
  • শিশুর মৃত্যু
  •    

    কপি করলে খবর আছে